মরা কাষ্ট
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
--------------------
দাদা গো হাঁসি পায়
এক গোল্লা ধলা ধলা হাসি
আমায় বলেছে মাইরি
আমি না কি শব্দ সন্ত্রাসী।
দাদা বলি হারি
আমার বাক্য বুঝি শূদ্র
আমি না কি কালমেঘ
অসহ্য লাগে যত রোদ্র
আ
দাদা গো কি যে বলি
ওদের কান দুটো ধলী
ঘোড়ার এন্ডা দিয়ে বলে
ভরা দেখ কাব্যের তলী।
দাদা ও গো দাদা
ঐ কবিন্দ্র নাকি কিম্ভূত খায়
হিংসার কড়ই ভাজে
ঘোলা মগ্জের উশর চিপায়।
তাই বলি কি হে দাদা
আমায় একটু খানি সাধআ
কেমন করে চামচামি শিখে
চামচিকের মুত্রে থাকি বাঁধা।
সুতরাং সুহৃদয় দাদা
আমার কথাটা করে দে রাষ্ট্র
আমি পাড় মাতালের শেষ
বুকে কবিতার মরা কাষ্ট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।