ইংরেজি শিখতে গিয়ে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ইংরেজি শিখতে গিয়ে
ইঙ্গবঙ্গ হয়েছে বাংলাদেশ,
ঈঙ্গিত ভালো না
ইকড়িমিকড়ি ভাষা আজ মনে
ইচ্ছাকৃতভাবে বাংলা কে পাঠাচ্ছি যমে।
ইজমালি বাংলা ভাষা
ইঞ্জিনিয়ার, ডাক্তার বিদেশি স্বপ্নে ঢাকা,
ইজারা নিয়েছি ইংরেজি ভাষা
ইস্ আমরা বড্ড সর্বনাশা।
ইতরভাষা ইংরেজি
ইনসান হয়েও না বুঝি,
ইন্দ্রিয়দোষ আছে?
ইষ্টদেবতা যে পাশে!
ইউরোপীয় ভাষা যাই ভুলে
ইয়ত্তা করে দেখ
ইংরেজি ভাষা নেই আমাদের মূলে....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।