গোলাপী ঠোঁট
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার গোলাপী ঠোঁটে
চুমুর চুম্বক লাগাতে চাই,
এক চুমুতে সহস্র ঘন্টা
তোমার গোলাপী ঠোঁটে লেগে থাকতে চাই।
তোমার গোলাপী ঠোঁট
চুমুতে চুমুতে স্যাঁতস্যাঁতে করতে চাই,
তোমার গোলাপী ঠোঁটে
আমার চুমুর দখলদারি চাই।
তোমার গোলাপী ঠোঁটে
চুমুর ঝড় বয়ে দিতে চাই,
যে চুমতে তোমার গোলাপী ঠোঁটে
রঙ্গ হবে নাই।
তোমার গোলাপী ঠোঁটে
চুমুতে চুমুতে বিদ্যুৎ উৎপন্ন করতে চাই,
যে বিদ্যুতে তোমার আমার - শরীর
জোড়া লেগে কামনায় হবে ছাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।