মোমের পুতুল
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে পুরুষ
মোমের পুতুল না হয়ে
হও শক্ত।
তোমার শক্তে
তোমার তিক্তে
নারী তোমার হয় ভক্ত
তুমি যদি মোমের পুতুল হও
নারী চলে যাবে হবে তুমি রিক্ত।
হে পুরুষ মোমের পুতুল
না হয়ে
হও কাষ্ঠ - লোহা
সব আঁধার কেটে যাবে
থাকবে না কোন কালো ধোঁয়া।
হে পুরুষ
নিজের সত্তা
করো জাগ্রত
তুমি যদি মোমের পুতুল হও
পুরুষ সমাজ হবে বিব্রত....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।