টাইম মেশিন বানাবো
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
মানুষের পদচিহ্ন
বুকে পেতে নিয়ে আজও বেঁচে আছে
ক্ষুদ্রকায় সবুজের প্রান্তর,
এখানে এলেই নষ্টালজিক হয়ে যায়
অন্তর ৷
একদিন এই ঘাসের উপর
জমে থাকা শিশির বিন্দুর
কাছে স্বপ্ন কিনেছিলাম ৷
সেই কৈশরের উন্মাদনায়
ভেসে হাজারো কল্পনার বীজ
বুনেছিলাম ৷
আজও আছে সেই প্রান্তর অবলীলায়
অক্ষত,
শুধু অবুঝ মনেতে আমার সাজানো ক্ষত
শত শত ৷
ক্লাসরুম , ব্লাকবোর্ড , ডাস্টার সবই
আছে,
শুধু সামনের মানুষগুলো বদলেছে ৷
একদিন এখানেই বিবেকের ঘুম
ভেঙ্গেছিলো,
অথচ সেই বিবেক তবুও এলোমেলো !
কত চেতনার
সমুদ্রে তরী ভাসিয়ে কেটেছিলো সময়,
বাস্তবতার কষাঘাতে নিঃস্ব আজ
সে পরিচয় ৷
তাই
মাঝে মাঝে অতীতে ফিরে যেতে চাই,
ভাবছি টাইম মেশিনই একটা বানাই ৷
অগোছালো সব
কিছুকে নিমিষে সাজাই ৷
জীবনে সব ভ্রান্তির ক্যানভাস
আগুনে পোড়াই ৷
রচনাকাল: ১৮-০৮-২০১৪ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।