স্বপ্ননীড়ে তুমি
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
ল্যাম্পপোস্টের সোডিয়াম
আলোকে জড়িয়ে ধরে
বৃষ্টি যেমন অবিরত ঝরে,
ঠিক তেমন করে ছড়িয়ে আছো তুমি
আমার হৃদয় উঠোন জুড়ে ৷
শতবর্ষী আমগাছটি মাটির
যতটা গভীরে
গেড়েছে তার শেকড়,
তুমি তার চেয়ে গভীরতায় বসত করো
ছোট্ট এ বুকের ভেতর ৷
উর্বর মস্তিস্ক বিকলাঙ্গ হতে চায়,
পারেনি আজও, শুধু তুমি আছো তাই ৷
মরুভূমির
মাঝে তুমি করেছো গোলাপের চাষ,
কষ্টের ব্যপারীকে নিয়েও
গড়েছো সুখের আবাস ৷
উপমারা ভাষা হারিয়ে নির্বাক,
তোমার নিঃস্বার্থ ভালোবাসায়
প্রতিদিনই হই অবাক ৷
তুমি অন্ধকে করেছো আলোময়,
তোমার স্নিগ্ধ ছোঁয়াতেই
বেঁধেছি স্বপ্ননীড়,
বর্ণহীন ধরাতে আমার
তুমি একমাত্র আবীর ৷
(সংক্ষেপিত)
রচনাকাল: ১৯-০৮-২০১৪ইং
উৎসর্গ: আমার আত্মার আত্মীয় আমার
ঘরের ঘরনীকে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।