মানুষের এ্যাত্ত জাত কেন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মানুষের এ্যাত্ত জাত কেন
জাত ছাড়া মানুষ নেই যেন,
কত যে জাত
কত যে ধর্ম
বুঝিনা তাদের কাজ - কর্ম।
মানুষ তো মানুষ
মানুষের শরীরে কি লেখা আছে
জাত- পাত ধর্মের নাম
মানুষ তো রক্তে,মাংসে তৈরি
বুঝি না জাত- পাত ধর্মের কাম...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।