সাম্যের মাঝে প্রেম
- অরুণ কারফা
সেদিন তারে চিনলেম প্রথম
যেদিন সে এসে বলল আমাকে
অনেক নিয়েছি সমাজের থেকে
এবার কিছু ফিরিয়ে দি তাকে।
উথলে উঠছে পাপের বোঝা
এই সমাজের পরতে পরতে
সাম্যের বাণী প্রতিষ্ঠা করতে
জীবন দেব লড়তে লড়তে।
কান পাতলেই ভেসে আসে ঐ
শোষিত জনের কান্নার আওয়াজ
আর কতদিন করব বলে
রাখব ফেলে আমরা হাতের কাজ।
এর পূর্বে শুধুই শুনতাম
তার মুখেতে প্রেমের বাণী
বুঝলাম সমাজে সাম্য বিনা
প্রেম কোনদিন কাম্য পায়নি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।