ধান্ধাবাজ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ধান্দাবাজে ভরে গেছে সোনার বাংলাদেশ
সব জায়গায় ধান্দাবাজ নিত্য বাড়ছে তার বেজ,
হাটতে - চলতে সব জায়গায় ধান্দাবাজি হয়
ধান্দাবাজি কবে বন্ধ হবে সঠিক ইয়ত্তা কে কয়?
ধান্দাবাজ হাটে বাজারে
কোর্ট - কাচারি
বাস- ট্রাকে, মেলা- আড়তে
সব জায়গায় ধান্দাবজি
নয়া নয়া কায়দায় করে কারসাজি।
আজকাল কবিতার জগতে
চলছে ধান্দাবাজি,
কে আসল কবি
তা নাহি সঠিক বুঝি।
আমলা- জামলা
মন্ত্রী- খন্ত্রী
সবাই আজ কবি
শিক্ষক - কামলা
হ্যামলা - ক্যামলা
সবাই আজ কবির রবি
কে যে আসল কে যে নকল
কে যে কবিতায় আঁকে সত্যের ছবি
ধান্দাবাজে ভরে সব কিছু
ধান্দাবাজের সঙ্গে লড়ছে জনগণ
ছাড়ছে না পিছু...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।