টাকা ছাড়া কেউ দেয় না দাম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

টাকা ছাড়া কেউ দেয় না দাম
টাকা বাড়ায় যশ খ্যাতি নাম,
টাকা থাকলে প্রেমের হয় না ক্ষয়
টাকা থাকলে প্রেম হয় লোহাময়।

টাকা ছাড়া থাকে না মূল্য
টাকা থাকলে তুমি দেবতুল্য
টাকা থাকলে তুমি সব
টাকা না থাকলে তুমি টব।

টাকা ছাড়া এ ধরায় আপন নেই কেউ
টাকা থাকলে তোমাকে
পাবার আশায় কত ললনা করবে ঘেউ ঘেউ।
টাকা ছাড়া কেউ হয় না আপন
টাকা থাকলে তোমাকে নিয়ে
কত জনে দেখে প্রেমের স্বপন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।