প্রতিজ্ঞা
- শাওন সারথি
তোমারে দেখে দেখে বিস্ময় জাগে,
আমার সকল কল্পনা
আর স্বপ্নের আগে।
বানাইয়াছে স্রষ্টা তোমায়
নীরবে আপন অন্তরায়,
নিজ হস্ত দিয়া,
জানিনা তো সে কি দিয়া?
তোমারে দিয়াছে এই দেহ।
এই বিস্মমন্ডলে
আর যে নাহি কেহ।
যে তোমারি সাথে হয় তুলনা।
একি তবে অপার বিশ্ব ছলনা!
তুমি তো আমার মা,
তাই তোমারে করিনা কল্পনা।
তুমি তো বাস্তবতার মধ্য,
জাগিয়াছও অনবদ্ধ।
এই যে সূর্য তার দিপ্ততা,
এই যে পাহাড় তার নির্লিপ্ততা,
তুমি তো ততটাই সত্য
এই সৃষ্টি তার স্রষ্টায় যতটা মত্ত।
তুমি আমায় দিয়াছ শক্তি,
জীবনের ভক্তি।
তাই তো তোমায় বলে যাই বারে বার,
যুগে যুগে অনিবার,
এই দেহে যতদিন থাকিবে প্রাণ,
ভুলে গিয়ে সব অভিমান,
যত দিন বহিবে রক্তধারা,
কেবল তোমারেই বাসিব।
ঠিক নিজের মত করিয়া
মোর আপন ঘরে।
আর কেউ নয়
এই ক্ষুদ্র হৃদয়,
শত যুগ হইতে শত বৎসরের পরেও
অনন্ত সময়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।