কারেন্টের জ্বালা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কারেন্টের জ্বালা
আর লাগে না ভালো
এই কারেন্ট এলো
ফুড়ুৎ করে আবার এই চলে গেল।

কারেন্ট থাকে না ঠিকমতো
উপায় কি বল?
পাঁচ মিনিট বৃষ্টি হলে
সারাদিন কারেন্ট থাকে না
দেখায় নানান ছল।

কারেন্টের জ্বালা থেকে
কবে পাবো শান্তি,
কারেন্ট যে নিত্য
দিচ্ছি শুধু ক্লান্তি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।