হুলো বিড়াল
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২৫-০৪-২০২৪

হুলো বিড়াল কে সাজা দিবে
খোঁকা করেছে পণ,
হুলো বিড়াল সর্বদা
করে যে জ্বালাতন।

হুলো বিড়াল নিত্য
খোঁকার ভাগের মাছ খায়,
তা দেখে শুধু খোকা
করে হায় হায়!

হুলো বিড়াল ধরার
জন্য করে খোঁকা ফন্দি,
দিন- রাত এক হয়ে যায়
কুকুর মামার সঙ্গে করতে সন্ধি।

নিত্য হুলো বিড়াল
খোকা কে দেয় ধোঁকা,
হঠাৎ একদিন কুকুর মামা এসে
গপ্পাত করে ধরে
হুলো বিড়াল হয় যায় বোকা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।