যান্ত্রিকতার আত্মকথা
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

পৃথিবীর ইকোসিস্টেম দেখে আর
অবাক হইনা অযথাই,
প্রবহমান সময় বয়ে চলে এভাবেই ৷
বাস্তবতার লেজ নাড়ানো দেখে
কবিতার মগজ সিদ্ধ করে বলো কি লাভ!
যখন ,
চোখ কান বন্ধ রাখাই মানব স্বভাব ৷

সত্যিই এখন আর
নীড় হারা পাখিদের কান্না
আমি শুনি না,
ঝড়ে কোন গাছের ডাল ভাঙলো
দেখতে যাইনা,
নদীতে কতটুকু নাব্যতা
মাপতে চাইনা,
কোন গাছের আম পেকেছে
খবরই রাখিনা,
আবেগের স্রোত কাকে ভাসালো
জানতেও চাইনা ৷

এখন শুধু ধোয়ার রাজত্বে নিয়মিত সৈনিক,
সবকিছু মেনে নিয়ে স্বার্থপরতার প্রতীক ৷

শুধু শুধু পৃথিবীর গতি পাল্টানোর সময় নেই আজ,
আমার কেবল খাওয়া, ঘুম আর কাজ ৷

সবার মত আমিও মেনে নেই সবকিছু,
কখনও তুলিনা প্রশ্ন,
কখনও দেখিনা স্বপ্ন,
শুধু ছুটে চলি অজানা গন্তব্যের পিছু ৷

আজ আমি নির্মম যন্ত্র মানব,
হয়তো মানবও নয় ক্ষুদ্রকায় দানব!

রচনাকাল: ৩১-০৮-২০১৪ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।