দাদা
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২৬-০৪-২০২৪

দাদা ডাকলে মনে লাগে শান্তি
দাদা ডাকলে দূর হয় মনের কষ্ট- ক্লান্তি,
দাদা ডাকলে পর হয় আপন
দাদা ডাকে মনে ভালবাসা হয় বপন।

দাদা ডাকে রাগ হয় ক্ষয়
দাদা ডাকে মন করা যায় জয়,
দাদা ডাক বড্ড মিষ্টি
দাদা ডাক অন্তরে আনন্দ করে সৃষ্টি।

দাদা ডাকে মনের তিক্ততা হয় দূর
দাদা ডাকে মন ভালবাসায় হয় ভরপুর,
দাদা ডাকে মনোমালিন্য চলে যায়
দাদা ডাকলে সকল শক্তি মন পায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।