কবির দিনকালে একদিন।-০১
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

প্রিয় শহরের লবণ গলির ভিতর কবির এক কামরার টিউব
দরোজা জানালা দিয়ে আকাশি পোকার উঁকিঝুঁকি নেই কারণ
কবির উদাস হওয়ার মতো মালমসলা, ঝাল ও ঝালর উদাও
বন্ধুরা ছাপার অক্ষরের সিঁড়ী দিয়ে আকাশের ঝিনিপোকা ধরে
এবং কবির প্রতি ছুড়ে মারে এক সাধারণ জীবের লৌকিকতা।
ইস্টিশানের একমাত্র ট্রেন কবিতা ছড়ে গেছে, কবির হাতে রাত।

কবি মেটাফরের মতো, কখনো গাছ কখনো মাছ হয়ে চলেছে
ডানে বালুচরের টিলা বামে স্রোত চপ্পল পায়ে যায় বঙ্গোপসাগর
জলের কলতান জরুরই ইনজেকশন দিয়ে যাচ্ছে কবির শিরায়
তাকে বাঁচিয়ে রাখা চাই, ছায়ার সাথে প্রতিদ্বন্ধিতা পুলকহীন।
কবি বিদ্যুতের ঠিকাদার,মাটি ভরাটের কাজ-‘এল,জি,আর,ডি’তে
কোদালের প্রতিটা কুপে কবির আত্মা মাখফেরাত চায় নিজের
কাফনের টুকরো গুলি সাদা রুমাল, তাতে মাইক্রোকন্ড্রিয়া জীবিত।
কবি প্রকাশকের টেবিলে দেখেন ‘এ ডি সি’-নালা সংস্কার বসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।