পতিতা
- হোসাইন মুহম্মদ কবির
বোরকা হিজাব,আজ পর্দা নয়
আধুনিক ফ্যাশন রূপ,
দিনে প্রতিবাদী নারী
নীল বিছানায় নিশ্চুপ।
কামবাসনায় মগ্ন সবে
কেউ নেশায় হারায় হুষ,
কেউ উচ্চ স্বরে মঞ্চে বলে
পতিতার সব দোষ।
ভালোবাসে পতিতা
ঘৃণা নিয়ে অন্তরে,
বলো পুরুষ যাওনি কভু
নীল আলোর ঐ ঘরে?
শাড়ি সজ্জা খুলে
তীক্ষ্ণ দৃষ্টি সর্ব অঙ্গ,
যৌবনে উন্মাদ পুরুষ
আঘাতে করে রঙ্গ।
নগ্ন দেহে নৃত্য করে
তোমরা যে তাঁর শ্রোতা,
সমাজে কলঙ্কিত
ঘৃণার শব্দ পতিতা।
পতিতার নষ্ট দেহ
তবু,হৃদয় পবিত্র,
এ সমাজে বেঁচে থাকে
বিবেক বলে মৃত।
২৯/২/২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।