পাদ দেয় শান্তি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পাদ দেয় শান্তি
দূর করে ক্লান্তি
পাদ নেই যার
সুখ নেই তার।

পাদ দেয় সুখ
পাদ থাকলে
ধরে না
পেটের অসুখ।

পাদ যদি থাকে
পেট থাকে ভালো,
পাদ যদি না থাকে
তোমার পেট অসুখের
সারথি হলো।

পাদ যদি না থাকে
ভেবে নাও তোমার পোড়া কপাল,
তোমার চিকিৎসা করতে পারে
একমাত্র ভাই গোপাল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।