কবির দিনকালে একদিন।-০২
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)
কবির দিনকালে একদিন-০২
--------------------------------------
কবির ক্রমশ আকাশি পায়জামা ছেড়ে কাস্টার লোহার জামা
এবং পাজামার প্রতি দিলের টান অনুভব করে।একোহলের মতো।
ক্ষমতার মতো এক দস্যুর সাথে কবির আড্ডা জমে দিনরাত
কবি রাজ ভাড় না হয়ে নিজেই রাজত্বের মালিক হতে চায়।
তখন সময় ছিল কবিতার, মেয়েরা মুছকি হাসত কবি দেখলে
আজকালকার ইলেক্ট্রনিক মেয়ে নয়- কবি মানে ‘আউল ঝাউল’।
কবিতা থাকতো রাজ প্রাসাদে,পরকিয়ার মতো সুন্দর অভিব্যক্তি
রাষ্ট্রের পতিও কবিতা পতি হওয়ার খায়েসে কবি পোষতেন।
মাত্র ত্রিশ বছরে বদলে গেল সব। এসব অন্য কিচ্ছা কাহানি।
তখন কবিরা দোলন চাপার মতো নারীদের ফোন কল পেত।
কিন্ত কবির ‘ডি এন এ’ মুচড় খেয়ে হৃদয়ে লাল ধনুকের বাল্ভ
রক্তজবা শিকারে গাণ্ডীব হাতে নীল চোখা সোনার হরিণী খোঁজে।
রক্তজবা আর হরিণীর মাঝে বিলাসিতায় হঠাত কবিতা নিখোঁজ
কবির হাতে ষোলহাতি নলী,কলম নয়, কংক্রিটে তোলে বনবাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।