একটি তারা ঝরে গেছে
- আশরাফুন নাহার

রাতের আসর সাজিয়ে বসেছ কি কোন মধুচন্দ্রিমায়,চোখ মেলে দূর আকাশের অন্ধাকারের দিকে দেখ,
একটি তারা ঝরে গেছে,,
খুঁজে পাবে না আর তাকে,
তোমাদের যুগলে তার বেদনার আঁখিতে জল নেই,
তোমার সাথে কতরাতের গল্প বলা চোখে চাইবে না আর,
সে তো চোখ বুজেই আছে।
তোমরা নতুন লেনদেন সুখে আবিষ্ট থাকো আর চেয়ে নাকো ভুলেও আকাশের ঐ আঁধারচ্ছন্নতার দিকে,
সে তারাটি তো ঝরে গেছে।
সেই তারাটির সর্বাঙ্গ ছিল রওশনে দীপ্ত,লিপ্ত ছিল মোহনবাঁশির জাদুকরী সুর শ্রবণে,
কী জানি কোন শাপে তারাটার অকাল প্রয়াণে
সুর ছেড়ে দূরে যায়।
কৃষ্ণগহ্বর তার স্মৃতি ধরে রাখে
অন্ধ কারাগারে
কাছে টেনে নেয় প্রবল আকর্ষণে ,মৃততারার শোক ঢাকতে চায়।
শতাব্দীর শতাংশ হিসেবে বহুখন্ডিত আকাশ বিক্রয়,
যেখান চাঁদের একচ্ছত্র আধিপত্য রাত্রজুঁড়ে-
আর তারাদের জগাখিচুড়ি গল্পে মেদিনী মত্ত রয়।
সেই লাবন্যধারার তারাটি আর নেই যা ছিল পথিকৃৎ।
হাজার তারার ভিরে সে আজ অতীত।
আজও টিমটিমে দ্বীপের সংকুলান আলোয় কেটে যায় প্রতিঘরে নিশি সারা,
জাহাজ মাস্তুল সমুদ্র নাবিক খুঁজে না আর তারা,
স্মরনভুলে মনে পড়বে কি একদিন ছিল সেই তারা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।