বোঝাতে পারিনি আজও!
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
নীহারিকা! এই নীহারিকা!
শুনে যাও,
তোমার সেই পাগলের প্রলাপ!
তুমি ছাড়া কে বুঝবে বলো!
তোমার সময় নিয়ে একটু খেলতে দাও!
আদি মানবের কান্না এখন
ঝর্না হয়ে ঝরে,
না বলা নীরব অনুভূতি?
ভুলে গেছে বাঁচতে,
সুখের সপ্নবতি পাখিরা?
উড়ে গেছে অজান্তে ৷
থাকনা ওসব !
আমার কথা শোন!
তুমি তুমি করতে করতে মাতাল শিহরন,
লোচনে ত্রিযামার অতৃপ্ত আস্তরন ৷
রহস্যমানবী ,
মায়াজাল ছিড়ে নীড় গড়ো তুমি ,
আর পাগলামীর বিস্ফোরন ৷
বুঝেছো?
শুনতে পাওনি?
কাল রাতে তোমার কপালে
একটি অভিলাষ এঁকে দিলাম ৷
তারপর
থেকে সময়টা থেমে আছে আমার ৷
সবাই বলছে শতাব্দী ,
আমি ভাবি কালই তো!
তোমার কানে কবিতা গুজে দিলাম
জোর করে,
তুমি প্রথমে চিকৎার দিলে,
পরে আবার
স্বর্গছোঁয়া বুকে এনেছিলে ৷
আমার তো মনে হয়
এখনই বললাম তোমার শ্রুভ্রতাকে
এখনই লাল হলো তোমার মেহেদীর রঙ!
আচ্ছা ঘুম কি তোমায়
সেই স্বপ্নের পরশটি দিতে পারে?
তোমার প্রিয় গানগুলো কি
মনের মুগ্ধতা জানে?
তাহলে কেন বলো তো
অযথা বাউন্ডুলে ভাবলে?
আমিও তো ভাবতে পারি,
আমি বোঝাতে পারি না বলেই কি
তুমি চলে গেলে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।