তোমাকে আর দেখতে চাইনা
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

তুমি একটু একটু করে চুষে নিচ্ছ প্রতিদিন
কিছু মূল্যবান সময় ৷
কখনও শুভ্র শরতের সকালে,
কখনও ঘামে ভেজা সন্ধ্যায়,
কখনও প্রচন্ড গর্জনে,
কখনও বৃষ্টিবন্দী বরষায় ৷
তোমার অস্তিত্ব আমার অনুভূতিশক্তির
সাধ কেড়ে নেয় ৷
মাঝে মাঝে পুরো পৃথিবী অসহ্য
হয়ে যায় ৷
শুধু তোমার জন্যেই
অরন্যে চলে যেতে চায় মন,
যেন স্বপ্নেও তোমাকে দেখার
না থাকে প্রয়োজন ৷
তুমি সুন্দর নগরীর বদনাম ,
ঢাকা ছাড়ো তুমি বেহায়া ট্রাফিক
জ্যাম!
রচনাকাল: ৩১-০৮-২০১৪ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।