নাড়ির টান
- অরুণ কারফা ১৭-০৫-২০২৪

আকাশ হতে গুঁড়ি গুঁড়ি
পড়ছে বৃষ্টির রাশি
তাই না দেখে সবুজ ঘাসের
থামছে নাকো হাসি।

রাখাল ছেলে বাজায় বেনু
আপন মনের খেয়ালে
ভুলেই গেছে গোপাল নিয়ে
ফিরতে হবে গোয়ালে।

একটা শালিক এতক্ষণ যে
ভিজছিল একা একা
হঠাৎ যেন কোথা হতে
পেল আরেকটার দেখা।

ছানাটা যে অপেক্ষায় আছে
ফিরতে হবে বাসায়
রাখাল না ফিরলেও তাড়াতাড়ি
তাদের তো আছে দায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।