একা থাকবে কতকাল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বাহ্ রে একা একা থাকবে কতকাল
এ ধরায় এসে কি লাভ
যদি চলে যায় যৌবন কাল?

একা থেকে কি পাবে আনন্দ!
যেখানে নেই হাসি, ঠাট্টা -দ্বন্দ্ব।

তুমি কি ভাবো না নিজেকে নিয়ে
ব্যস্ততা সব সুখ নিচ্ছে তোমার ছিনিয়ে।

তুমি কি রোবট নেই কি তোমার সুখ
একা থেকে কি পাও নাকি মনের অসুখ?

হে হাওয়া
পূরণ করো মনের সকল চাওয়া
একা থেকে মনুষ্য জীবনের
স্বাদ কি যায় পাওয়া....?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।