এক হরফে দশ নেকি
- মাহমুদুল মান্নান তারিফ - কবিতা সঞ্চয়

এক হরফে দশ নেকি
মাহমুদুল মান্নান তারিফ

কুরান তোমায় বাসি ভালো,
আঁধার মনে প্রদীপ জ্বালো,
এক হরফে দশ নেকি।
তোমায় যারা বানায় সাথী,
তার লাগে না মনের বাতি,
মনের ঘরের সব দেখি।

মানব মনের হিংসা জ্বালাও,
সঠিক রাস্তায় তারে চালাও,
নেবেও তারে জান্নাতে।
কুরান তোমায় ভালোবাসায়,
মনকে আমার মনেই হাসায়,
নয়কো জীবন কান্নাতে।

রচনাঃ ২৭ মার্চ ২০২১


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।