সুন্দর মানুষ সে তখন
- মাহমুদুল মান্নান তারিফ - গদ্যকবিতা

সুন্দর মানুষ সে তখন
মাহমুদুল মান্নান তারিফ

সুন্দর মানুষ সে তখন-
অহিংসা- পরমাত্মা, সাদামাটা মন।
মানুষকে ভালোবাসতে জানে,
অসহায়কে আশ্রয় দানে মমতাময়ী।

অন্যের কষ্টে ব্যথিত হয়ে নিভৃতে কাঁদে
সেতো মানুষকে ভালোবাসতে জানে।
অনাহারীকে নিজের অংশটুকু যাচে
পরের চোখের জলটুকু মুছতে অভ্যস্ত।

কথা দিয়ে কথা রাখে,
অন্যের আমানতের রক্ষণশীল।
মানুষের ক্ষতি সাধনে নিবৃত
বুকের মধ্যে মানুষের তরে আছে প্রেম।

সেতো মানুষকে ভালোবাসতে জানে
তার চরণযুগল ধুয়ে দিতে চাই।

০৮ এপ্রিল ২০২১
স্থানঃ মাথিউরা লোদী বাড়ি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০৯-২০২৪ ০৯:০৮ মিঃ

সেতো মানুষকে ভালোবাসতে জানে
তার চরণযুগল ধুয়ে দিতে চাই।