রেখা
- নাহিদ সরদার

রেখা

নাহিদ

তুমুল বৃষ্টির মাঝে জান্নাতের রমণীদের মতো কেউ-
কেবল একটা ছাতা ধরে নির্লিপ্ত দাঁড়িয়ে
দুধেল পায়ের তলা দিয়ে বয়ে যাচ্ছে জল
হাতে ধরা রবী ঠাকুরের শেষের কবিতা
চোখে উড়ে যাচ্ছে জীবনানন্দের শঙ্খচিল
এটা একটা বিশেষ সময়
এবং
বিশেষ রঙের কিছু - মনে দাগ কেটে যায়।
যেমন দাগ কেটে গেছিল তের বছর আগের
কোনো এক শরতি বিকেলে কাশবোনের মাথার উপর
সূর্যের শেষ রেখা।

আসলে বিশেষ হতে গেলে
বিশেষ কিছুর দরকার নেই
কেবল একটা রেখা চাই
দাগপড়ার মতো একটা রেখা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।