শব্দপোড়া ভস্ম
- নাহিদ সরদার
সময়ের নগরে জমেছে শব্দ পোড়া ভস্ম
কতকাল হয়ে গেল শেষ
তবুও বীণার তারে খ্যালে নাকো সেই প্রিয় সুর আর
পড়ে আছে কিছু থমথমে নিরবতা - একদম কবরের মতো
ঘাড়ে এ কার ভারি নিঃশ্বাস?
এই নিঃশ্বাস কোনো মধুর মুহূর্তের নয়
অধিক পথ হাটা কোনো পথিক যেন ছুড়ে দিচ্ছে শ্রান্ত সময়।
সত্যি মনে নেই - মনে আসে নাকো আর
রঙিন পাখির পালকে আঁকা কোনো ভোরে - গড়াই নদীর ছুটে চলা হেম
যেমন মনে থাকেনি
গতকাল ঘুমিয়েছি কখন কতটা?
নাহিদ
১৬/০৯/২০২২
শুক্রবার, রাত: ৯:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।