প্রিয়তার একান্ত নির্যাসে
- অনির্বাণ মিত্র চৌধুরী

আমি সবসময় সবার প্রিয় হতে চেয়েছি।
ভাই-বোনের কাছে,
বাবা-মা'র কাছে,
আত্মীয়-স্বজনের কাছে,
বন্ধু-বান্ধব, পরিচিতজনদের কাছে
আমি প্রিয় হতেই চেয়েছি।
ছোটদের কাছে কখনো ভয়ের কারণ হতে চাই নি
বরাবরই চেয়েছি তাদের মত হয়ে তাদের সাথে মিশতে।
তাদের খেলায়, তাদের মেলায় হারাতে চেয়েছি তাদের মত করেই।
বড়দের কখনোই অবাধ্য হতে চাই নি
চেয়েছি তাঁদের চাওয়া অনুযায়ী নিজেকে গড়তে,
তাঁদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের স্বপ্ন সাজাতে।
সবসময় চেয়েছি বন্ধুদের আড্ডায় শিরোমণি হতে
তাদের হাসাতে, বিপদে আপদে পাশে দাঁড়াতে।
প্রেয়সীর কাছেও তার সবচেয়ে প্রিয় হতে চেয়েছি,
হতে চেয়েছি তার পৃথিবী।
কিন্তু পারি নি, শেষতক কিছুই পারি নি আমি।
পারি নি ভাই-বোনের কাছে প্রিয় হতে,
পারি নি বাবা-মা'র কাছে প্রিয় হতে,
কিংবা আত্মীয়-স্বজনের কাছে,
কিংবা বন্ধু-বান্ধব, পরিচিতজনদের কাছে,
কিংবা প্রেয়সীর কাছে।
এমন কি নিজের কাছেও না।
সবার কাছে প্রিয় হতে গিয়ে আমি বুঝেছি
প্রিয় হওয়া আমার কম্মো নয়।
তাই আমি সবার অপ্রিয়ই হয়েছি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।