আলাপন
- মুহাম্মাদ শরিফ হোসাইন - যমজ

বন্ধু কোথায়,কেমন আছিস?
এই চলছে!

তো কি খবর তারপর?
শুকরিয়া,আছি ঠিক-ঠাক।
অকারন ঘুর-ঘুর,
ঘড়ি দেখে,চ্যাটে বসা
বৃথা মায়ার জালে আঁটকে থাকা,
কিছুতেই কিছুটাও আর জমে উঠে না।
শেষ রাতের নীল চুমু,
বিলম্বিত দুপুরের মায়াবী কোন রিং-টোন-
কিছুই নেইরে এখন।

তো আছে কি?
এইযে বস্তা ভরা প্যারা আর অকারন ভেবে চলা।

মনে কি আজকাল পরেই না রে?
মনও যে আজকাল আমার মতোই!
না চাইলেও অপ্রিয় কাজেই ব্যাস্ত রাখতে হয়।
না হয়,উদরে পাথর দিতে হবে।
কি করা যায় বল?

তো কি করচিস এখন?
এই যে,কথা বলছি।

না...আ আ, সেটা না?
ও,কিছুই না রে।
ভাবিস না, কিছু লুকাচ্ছি।
আগের মতো শুধু ভেবেই চলেছি...

এভাবে আর কতো?
দেখি যাওয়া যায় যতো।
হবে না হয়তো,
আমিই জানি শুধু,
কাওকে বুজাতে চাইলে এখন আর বিশ্বাসই করে না,
আমি তাদের মতো না।
আমি যে এখনো করছি জন্মদাত্রীর অন্ন-ধ্বংস।
আর সবার মতো আমিও মুক্তি চাই,
তবে সব জেনে-বুঝে।

অতি অল্পতে নিজেকে বেঁধে ফেলতে মন চায় না,
আমার চাওয়া আকাশচুম্বি হলে,
আর কে?কি করে দিবে,আমায় বল?
চাওয়াকে ও দোষ দিয়ে কি লাভ?
ওতো শুধুই যোদ্ধাদের দিকে তাকিয়ে।

যাই হউক বন্ধু,
আমাকে রাখিস মনে,
যদি কখনো যাস,বিখ্যাত বনে।
বন্ধু,তুইও!
বাঁচবোনা বোধহয় বেশিদিন,
বাঁচতে দিবে না আমায় এই রাত আর নিকোটিন।
তবুও অহর্নিশি ভেবে যাই... ভেবে যাই।

একটু...হ্যাঁ?
তুই ভাবতে থাক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।