প্রিয় মহিলা কবি আপনার শাড়িতে শীতল আগুন
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

০১।
--------------------------------------
আজকাল গামছায়ও ফাঁস লয় না।
ইলেকট্রিক তার গুলো পঁচা পাটের দড়ি
এগোলানও বিশেষ পছন্দ নয়
এক বিশেষ মহিলা কবিদের শাড়ী দিয়ে চেষ্টা করে দেখবো নাকি?
মহীয়সীর নাবালিকা কাপড়ের খাড়া সুতো এলুমিনিয়ামের
টানা সুতা কাশার না দস্তার ভাবছি - আর--ভাবছি।
০২।
-----------------------------
মনসার গাছ গুলি বাদর মুখো কবিদের চিনে ফেলেছে
তাই তারাও মহিলা কবিদের বিশেষ পছন্দের খাবার
ম্যানুতে আরো অনেক কিছু সংযোজিত হচ্ছে সেটা হোল লিঙ্গ বিচার।
সাহস করে টাস করে চড় দিয়েছেন, প্রেমিক দেবতার গালে।
আপনার জন্য-
বেচারার সুইস ব্যাঙ্কের একাউন্টে বাদুড় আর টিকটিকির নাচ
বুকের ময়না পিতলের কোলবালিস।

মহিলা কবি আপানার সাহস আছে।

আপনি এই ভাবে একটার পর একটা মোটা তাজা খাসি জবেহ করুন
কচুরিপানার রক্তে দিয়ে তৈরি এসব ছিনার হাড়ের স্বাদ যেন অমৃত।

০৩।
-------------------------------------------------------------------------------------------
আপনি একটু বেশি বেশি ভাবছেন।
একটু বেশি বেশি নিজেকে উপ্রে তোলে নাচাচ্ছেন।
আপনি যদি এতো সুন্দরী কবিতা লিখতে আসছেন কেন।
আপনি যখন নিজেই কবিতা
আপনার চোখ বন্দুক বুকে জাফলং-তামাবিল,
আপনার কবিতা ঝরনা হবেনা ।
বিদেশি মাল, রসের বোতল বা তোলার পাহাড়ে
কি কখনো --
-চৌচালা ঘর,
-বেশুমার মাৎলামি,
-জলের অরন্য, ইত্যাদি বানাতে,টেকাতে কিবং আগলাতে পারে?



০৪।
-------------------------
কবিতার জন্য প্রেম আছে কি ?
তবে মাংসের জন্য আপনার এত লোভ কেন।
পরোনারীর পুরুষ টা মনে মনে এতো খাচ্ছে আর লাফাচ্ছ
কবিদের হাবিগোস্টি এটা ভালো করে জানে কাম থেকে কবিতা
তৃপ্তি হতে মর্ষকাম দীনতা থেকে ধর্ষকাম এসেছে।
তোমাকে বোঝতে কবির মাত্র একটা পলক যতেস্ট
ডাক্তারের এক জীবন আর ওঝার এক রাতের হিল্লার বিয়া।


০৫।
------------------------------------------
শাড়ীতে জংলী আগুন লেগেছে হে লিঙ্গহীনা।
ঠোঁট ছুঁতে গিয়ে পিছলা খেয়ে নেমে যাছি জঙ্গার গভিরে
পতঙ্গের জন্য সমুদ্র বটে।
কবিতার জন্য তুমি হন্য হয়ে বন্য পিয়ালের সুরে কাঁদো
এর-ই মধ্যে আমি তোমার জলকুপে সাঁতার শেষে
আরেক সাঁতারের প্রস্তুতি নিচ্ছি।
জন্মনিয়ন্ত্রনের কারখানা গুলোকে ধন্যবাদ
দেয়ালের মধ্য এঁটে দেয়েছেন স্পর্শকাতরতার সুইচ।

০৬।
------------------------------------------------------------------------------------

প্রিয় মহিলা কবি- আপনি কবিতার দেহ না দেহের কবিতা ভালবাসেন?

কবিতা চাইলে এসো রাতে- বংশ পাতার ফাঁকে, খোলে দিয় সুধার জলকল।
দেহ চাইলে এসো দিনে,মধ্য দুপুরে- ভাত মাছ শাক আর ছালনের কবিতা হবে।
আহারে শরীর- তোমার এত দেহ প্রশারনী খাই, শাড়ীর ছায়ায়ও ছিদ্র করে রাখ।
আহারে কবিতা- জান কবজের এঞ্জেল কে বলো- প্লিজ আরকেটা লাইন বাকি আছে!

০৭।
-------------------------------------------------------------------------------
প্রিয় বন্ধু বলেছেন বলিতে- তোমার শাড়িতে সবুজ আগুন জ্বলে।
হলুদ মনের মাছ রাঙ্গার কি আসে যায় হলুদে সবুজে। নয় কি?
তারা আগুন জ্বালিয়ে রাখে যখন যেনম ইচ্ছা যে কোনো আদলে।
ভরা বাদল কে কি ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে দিতে পারে,আসমান সহ?

হে মহিলা কবি তুমি চেষ্টা করে দেখ। আমার আগুন কেমন
তোমার আগুন দিয়ে এ আগুন চাঁপা দিতে ডাঙ্গায় তোলনা।
আমার আগুন জিহ্বা মই বেয়ে যারা একবার অন্দরে আন্দোলন তুলেছিলেন
মাননিয়ারা মিস্ট্রেসদের মিছিল-ই এগিয়ে নিচ্ছেন সংসারে আগুনের মই দিতে।

প্রিয় মহিলা কবি আপনার শাড়ীতে আগুন।
--------------------------------------------------

০৮।
সে পুরাকালের উপর দিয়ে বয়ে গেছে অনেক লোহার মই ভব্যতার রেলগাড়ি
প্রতিটা কামরায় আপনাদের নভিস্বাস এবং দুঃখের পাঁচালির যাত্রি বোজাই
শুধু আমাকে সুসভ্য করার শৃঙ্খল পরিয়েছ ফুলের মালায় এবং রক্তে অপচয়ে
আমি হেরেম ভেঙ্গে নিউক্লিয়াস পরিবার তন্ত্রের দাসানুদাস হলাম। কি এজন্য?

আপনারা সুযোগ পাইলেই হেরেম খুলে বসবেন? বলবেন ভাইয়ারা প্রেমিকের মতো?
ওদের সাথে একটু আরটু তে কি আসে যায়। তোমার জাহজা তো তোমার-ই
মাঝখান থেকে কেউ যদি জল সেঁচে দিতে চায়? দিল-ই বা? তাতে মহাভারতের কি?
ঐ খবর আমারা জেনেছিলাম বলেই তোমাদের কে গাছের সাথে বেঁধে মাছ শিকারে যেতাম!

০৯।
--------------------------------------
কিয়ামত দেখে এমন চমকাতে কি না? মনোপোজ দেখে এমন চমকালে!
জৈব নিয়মকে জীবন বিকৃতির লাঙলের আগে নিয়ে এলে, গোলাপ সন্ধানে।
গোলাপ দিয়ে কি হবে তোমার, নিজে বন্দী যখন অসুর বালকের মোহে
তার অঙ্গুল থেকে ঝরা মধু আর মধুবানে জিনুকের সন্ধান, স্বামীর খাঠালে।

কামনার দাসী বলেছিল পুরাণের কাক, মনো বিকার বলে ডাক্তার বাবু
তোমার পালঙ্কে শত কৌরব কাবুর জাল ফেলে তুমি গলিয়ে যাও ফাঁদ
আহারে! জীবন তো যৌবনের স্বাদ। আর সব অনুরাগ, এবং সন্ধ্যার পুরবী।
তোমার এই স্থিরচিত্র চরিত্রামৃত জানা আছে বলেই, আমাকে বখাতে পারনি।

একটি বার ভাবো, শুধু পায়ের নৃত্য ছাড়া, এই শীতলতা ঢেকে দেয়া যায়-
বেঁচে থাকার অন্য মানেও আছে যদি মৃত্যু এবং ইতিহাস এই দুইয়ে প্রেম হয় একবার।

(কিছুটা পরিমার্জিত )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।