যখন অন্ধকার
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

বাল্মীকি হয়েও শম্বুক হত্যা রহস্যের কুল-কিনারা করতে পারছি না।
শূদ্র হয়ে শম্বুক দেব-তপস্যায় বারিত হয়ায়, রামচন্দ্র তাকে হত্যা করেছিলা
আমি কেনো এ মৃত্যুদণ্ড দিয়েছিলাম?
না কি আমি আমার দণ্ড সেদিন থেকে ভোগ করে আসছি?
আমি যে নিষাদ।নারীর অবজ্ঞা। কবিতার শীত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।