কাগজের শার্ট
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

উপরে চড়িয়েছি কাগজের শার্ট
তোমাদের খাবলা খবলি সহজতর হবে
তোমাদের পালিশ করা নোখের ভাঙ্গন দেখলে মন ভেঙ্গে যায়।

তোমাদের বুকে জ্বর ঠোঁটে লিপ্সা
তোমরা আমার নারী, স্বর্গের পিছডালা পথে মোহের প্রদীপ।
প্লাস্টারের পালতুনে ছিদ্র নেই, তাই আক্রোশে জামাটাই ছিড়।

আমি আজকাল সহজ তন্তুর মতো কাগজের শার্ট
সহজে ছিড়তে পারো, কান ধরে উট বস করাতে পারো দিন রাত,
আমি ছুরি কে জলের শত্রুরানী ভেবে, ছুরি নই, জলে ভিজা কাগজের পাতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।