বিদুষী লেনে।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

এক বিদুষীর লেন দিয়ে হাঁটছিলাম
তাই লন্টনের প্রয়োজন ছিল না বলে
কিছু কিছু পাতকিনীদের দেয়া ঝাড়বাতি ইচ্ছা করে নেই নি।
তারাও অভিমানের ঠোঁট নিয়ে পাখিদের সাথে ঘরকান্না করে।

আজ বিদুষীর লেনের সকল ফটকে অন্ধকার লন্টন
বিদুষীর বিদ্যা খুব বেশি করে বাড়েছে ভাটির শ্রোতে
ভাবে মনে হচ্ছে অচিরাৎ তিনি আমায় কাশি বৃন্দাবন দেখাবেন
আমি গলা ফাটিয়ে পাতকিনীদের ডাকছি, এসো, উদ্দারকারি যান নিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।