ফিরাও মন
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
ফিরাও মন।
--------------------
ক্লান্ত মন
ক্লান্ত মায়া
ক্লান্ত হাটা
ক্লান্ত বোধ
ক্লান্ত গল্প
ক্লান্ত যুদ্ধ
যখন তোমাকে দহন করে
তুমি প্রেমের কাছে এসো
দেখ রোদ উঠেছ
অন্য উঠনে
দেখ পাখি ডাকছে
অন্য শাখায়
দেখ নদী ভাসছে
নদীর জলে
দেখ আকাশ হাসছে
আকাশে আকাশে
তুমি কি জন্য এসেছ
প্রেম দিতে
তুমি কি পেয়েছ
প্রশ্ন কর না
তুমি কি দিয়েছ
খাতা খুলে বস
তুমি কি শেষ দেখ
দেখ প্রেমে
রুদ্ধ বানী
রুদ্ধ চিন্তা
রুদ্ধ বাক্য
রুদ্ধ মন্ত্র
রুদ্ধ খেলা
রুদ্ধ মত
রদ্ধ পথ
রুদ্ধ রথ
যেখানে তুমি হাঁপিয়ে উঠ
তুমি প্রেমের কাছে এসো
দেখ অন্তরীক্ষের ছবি
তোমার মনে
দেখ বিশাল জীবন
তোমার সহ যাত্রি
দেখ লক্ষ্য প্রানের ঢেউ
তোমার কন্দরে
দেখ মহা যাত্রার রথ
তোমার সড়কে
দেখ যোজন ভিন্নতা
তোমার একত্বে
দেখ অবাদ স্বাধীনতা
তোমার চোখে
দেখ অগাদ জিজ্ঞাসা
তোমার হৃদয়ে
তুমি দুঃখ কর না হাস
তুমি দুঃখ করা না ভালবাস
তুমি দুঃখ কর না বল
তুমি দুঃখ কর না জলস্থল
তুমি দুঃখ কর না তবে
তুমি দুঃখ কর না এই ভবে
যখন দুঃখ জড়িয়ে ধরে গলা
সব ছেড়ের প্রেমের কাছে এসো।
প্রেম পৃথিবীর ভর
প্রেম পৃথিবীর শরীর
প্রেম পৃথিবীর শব্দ
প্রেম পৃথিবীর সুন্দর
প্রেম পৃথিবীর স্পর্শ
প্রেম পৃথিবীর রহস্য
প্রেম পৃথিবীর গন্ধ
প্রেম পৃথিবীর কল্পনা
প্রেম পৃথিবীর স্বপ্ন
প্রেম পৃথিবীর ঐশ্বর্য।
যদি প্রেম নাই ঘুম নাই
যদি প্রেম নাই মন নাই
যদি প্রেম নাই ফুল নাই
যদি প্রেম নাই পাখি নাই
যদি প্রেম নাই গান নাই
যদি প্রেম নাই প্রাণ নাই
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।