রাত ও রমণী
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

রাত ও রমণী
----------------------
কোথায় ছিলে রাতভর?
দিনান্তেও মেলেনা খবর
কোথায় থাক উদ্দেশ্যহীন
আলোর কাছে অর্বাচীন?

হে অনুসন্ধানী চোখ
হে রূপের পারদ পুকুর
আমার জন্য কে উম্মুখ
কার কাটে একলা দুপুর?

তুমি নাড়া দিয়েছিলে
আমি সাড়া দিয়েছিলাম
তোমার নদীর নুড়ি
ঝুড়ি ভরতে সমুদ্রে ছিলাম।

পাথরে নিমগ্ন মনের বাতানে
হঠাত তুমি কেনো ঝড় ও তুফানে
যেন তরী থেকে তীরে ঝাপ দিলে
প্রপর্ন ছিলাম বৃক্ষের স্বরূপ করে নিলে।

জড়িয়ে ধরে তোলি চিৎকার
হে মানবি মুর্তি আমার
তুমি মুক্তি তুমি কান্নার জল
তোমার জলরেণু এতই শীতল।

আমি ডুবে যাই
আমি মরে যাই
আমি অবসাদ গিলি চোখের বেনুতে
হাড়ঁ মজ্জায় লেপ্টে থাকি গন্ধ রেণুতে।

তোমার ভুবন ভাঙ্গার সিঁড়ি
ষোল কলায় পূর্ণ এমন আনাড়ি
আমায় দেখালে
প্রধূমিতা, আমি নাচি ধোঁয়ার তালে।

তবুও ভাঙ্গি মুদ্রা
গোপন অনুর উচ্ছ্বাস দোলে ওঠে
তুমি হেঁয়ালি পদ্যে
তখন রাত্রির মতো আমার ঠোঁটে।

তখন চুলের বাগানে বাঘ
আমি, ঘ্রাণ শুকে তোলি অনুরাগ
আমার কামানা যাতনার প্রতি
তুমি আমি তখন জ্যোৎস্নায় দম্পতী।

যুগল শৃঙ্গের সুধা নিয়ে
যুগ্ম পাহাড়ে শুনি ঝর্নার শিস
আমার বাণ তখন নির্বান খুঁজে
উগলে দিচ্ছে ধন্বীর বিষ।

তুমি হেঁসে উঠো, অর্থময় সুখে
ধ্বজায় নামিয়ে ধ্বস হে ধন্বন্তরি
কে বলে মায়া মরীচিকা
তুমিই সত্য, বাদ বাকি মৃত্যুপুরী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।