লুটছে যে দেশ-দুই
- ফয়েজ উল্লাহ রবি
আমার দেশের কৃষক-কামার ওরা নয়তো চোর
যাদের হাতে দেশের লাঠি তারাই খুলছে দোর।
বিদ্যা পাঠে শ্রেষ্ঠ হওয়ার কথা সোনার ছেলে
কর্মে যাদের ধর্ম যে নেই থাকুক তারাই জেলে।
আমার লুটছে যে দেশ ছিলো একদিন সোনার খনি
সব লুটেরা এক হয়েছে রোজই লুটের করছে বনি।
কার হাতে দেশ থাকবে ভালো কে দেখাবে আলো
কপাল মোদের বীর বাঙ্গালী দেখছি শুধুই কালো।
একটু আশা জাগে মনে আবার সাজবে সোনার দেশ
পুকুর-গোয়াল, ক্ষেতে-মাঠে ফুলে-ফলে সাজবে বেশ।
৩০,১২,২০২২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।