রামধনু রঙ কেনা( নীহারিকার সাথে কবি)
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

কবি: যদি স্বপ্ন কিনে আনি রামধনু ছুঁয়ে !
নেবে?
যদি স্নিগ্ধতা মেখে দেই তোমার চোখে !
নেবে?
যদি সিক্ত পরশ চাই আমার ওষ্ঠে!
দেবে?
যদি জোছনা বিলিয়ে দেই আলিঙ্গনে!
রবে?
কি হলো ?
কিছু বলছো না যে?

নীহারিকা: কি বলবো?

কবি: তোমার মনের কথা?

নীহারিকা: তুমি যদি চাও আকাশের নীল !
তবুও দেবো,
তুমি যদি চাও তারার মিছিল!
তবুও দেবো,
তুমি যদি বলো মরুভূমিকে ডোবাতে,
তাও পারবো,
তুমি যদি চাও পাপড়ির স্বাদ নিতে,
তবুও দেবো ৷
আমি আর কি বলবো?
তোমার ভালোবাসার আঙ্গিনায় ঠাঁই নেয়ার জন্য সব পারবো ৷
শুধু বোঝাতে পারবোনা
কেন, কতটা, কিভাবে, কি হলো ?
প্রশ্ন করোনা এভাবে,
আঁকড়ে ধরে বাঁচবো তোমার নেশায়,
তোমার কবিতায়,
তুমি সবই বোঝো ৷
তাহলে আমাকে প্রশ্ন কেন?

কবি: জানি তো!
তবুও
আজ তোমার কন্ঠে শুনতে ইচ্ছে হলো ৷
তোমার ভেতরে ডুব দিতে ইচ্ছে হলো ৷
তোমার স্বপ্নে সাঁতার কাটতে ইচ্ছে হলো ৷

নীহারিকা: আচ্ছা তুমি এত খেয়ালী কেন?

কবি: তোমার হৃদয়ে আছি বলে ৷

নীহারিকা: আচ্ছা দুষ্টুমী করছো কেন?

কবি: তোমার রূপে পাগল বলে ৷

নীহারিকা: আচ্ছা তুমি নাছোড়বান্দা কেন?

কবি: হাঃ হাঃ হাঃ

নীহারিকা: আবার হাসলে কেন?

কবি: তোমার চৌম্বক শক্তি কতটা প্রবল
তা জানোনা বলে ৷

নীহারিকা: আচ্ছা মাঝে মাঝে পাগলামী করো কেন?

কবি: তুমি সামলাবে বলে ৷

নীহারিকা: আচ্ছা তুমি ঘুমাবেনা?

কবি: বড় অন্যায় হবে যে ৷

নীহারিকা: কেন? অন্যায় কিসের?

কবি: তুমি পাশে এসেছো,
আর আমাকে ঘুমোতে বলছো ৷
এটা কি অন্যায় না?

নীহারিকা: কি করবে তাহলে?

কবি: মাতাল হবো, সৃষ্টি হবে আগুন ৷

নীহারিকা: পুড়ে যাবে তো!

কবি: তোমার স্পর্শে, মাদকতার আগুনে পুড়তেই তো চাই ৷

নীহারিকা: তাই!

কবি: হুম ৷

নীহারিকা: এত্ব সখ!

কবি: হ্যা খুব!

নীহারিকা: আর যদি ফিরিয়ে দেই!

কবি: অক্সিজেন নেয়া বন্ধ হয়ে যাবে ৷

নীহারিকা: কার?

কবি: আমার আত্মার!

নীহারিকা: তাহলে এতদিন কীভাবে ছিলে?

কবি: নীলতিমির মত অনাহারে ৷

নীহারিকা: তাই!

কবি: আচ্ছা তুমি এমন করছো কেন?

নীহারিকা: আবার ‘কেন?'

কবি: ঠিক আছে প্রশ্ন না, চলো স্বর্গ বানাই ৷
আলিঙ্গনে শুরু হোক রামধুনর রঙ কেনা!

রচনাকাল: ০৯-০৯-২০১৪ইং
সময়: রাত ১১:০৮মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।