বাংলার সময়
- মোঃ মুসা - এখেোনো প্রকাশ হয় নাই ২০-০৫-২০২৪

শিশিরে জল দেখেছি সবুজ খোঁপায়
দূর্বা ঘাসের যোয়ান অঙ্গের চাদরে,
বিছিয়ে লিখেছে আজ সকালের ঘরে
রাতে জড়িয়ে পরেছে পরম আদরে।


সরিষার ফুলে কেবা? হলুদ মাখাল
অম্বর থেকে ভূতলে মেঘের বর্ধন,
হাতের কাছে এনেছে বাংলার সকাল
দুই হাতে মুঠো ভরে করেছি গ্রহণ।


প্রকৃতি নিজের গুণে দাঁড়িয়ে ঠেকেছে
উর্বর পুষ্টি খাবারে শরীরে সৈনিক,
এমন ধনী প্রকৃতি আর কোথা আছে
ওরাই ছাহেন শাহ বাংলার কৌণিক।


মাটির গালা শুকিয়ে খসখসে জিব
একটি শিশির বিন্দু বহু প্রতীক্ষিত
নিজের জরুরৎ ওঠে জীবন বৈশিষ্ট্য
বাংলার প্রকৃতি রুপ ধরে ওতপ্রত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।