আমি
- ইকবাল হোসেন বাল্মীকি - ধাতব নিদ্রায় কনাধারী ধুলির বাগান

ফুল কি পুস্পবীজ?
জল কি খনিজ?
আলো কি রেনু?
তবে আমি কি?

ফুল সীমাবদ্ধ দলে,ছলে সৌরভের গৌরবে
তবুও ভঙ্গুর কাঁচ যেন ছুঁলেই নিদন
তারপরেও ফুল ফঁটে, ঋতুর চক্রে।
ঋতুর কি লাভালাভ তবে?
ফুলের কি জন্য ফুঁটা?
আলো কি উপায়
মাত্র?

জল কে মাটিতে পুঁতে জলেশ্বরী মেঘমালা
ফিরে আসে জলে,
মধ্যখানে পাহাড় প্রেমে ভিজে মজে
বনের নিরভে পাথরের মুখ
নিজের শরীর খুলে
মেঘের তৃষ্ণা
মেটায়।
কেন?

জা্নি, ফুলবীজের মৌল রক্তের মতো জৈব জঠিল
জানি, জলরেনু জ্বলন ও উড়ালে যৌন যৌগ শিল্প
জানি, আমি পুস্পবিজ,জলরেনু আলোর স্থির মনজিল

আলোর অবৈতনিক উপাদান, বিপরীত কালো
আমার সুন্দর সেখানে মুক্তির মালা।
যেহেতু বীজের ঘ্রাণ বা সুভাষ এর কোনো পরিভাষা নেই
যেহেতু ঘ্রানের ওজন আয়তন অবয়ব নেই, শুধু অস্থিত্ব
আমার অন্ধকার আমার অস্তিত্বের অপার বিলাস।
আমি আছি আমি থেকে যাব রহস্যের সুন্দরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।