অবশেষে
- মুহাম্মাদ শরিফ হোসাইন
নিথর-নিশ্চুপ রাত অথবা আলোকিত কোন সকাল,
ক্লান্ত দুপুর নয়তো অবসাদের এক বিকেল;
সব ক্ষণে মন আজি কেনো তোমার ব্যাথায় ব্যাকুল?
তবে কি সামনেই সে সর্বত্যাগের দিন?
কি আমার হবেগো,সত্যিই যদি বেজে যায় ওপার যাবার বীণ।
ভেও ভেও করে আর্তচিৎকার করবারতো কেও নেই-
শুধু জমা রবো, কিছু মানুষের ধূলি জমা সৃতিতে মনের গহীন।
শুদ্ধ থেকে ভূল,হয়তো সাজিয়েছি কিছু স্বর-ব্যাঞ্জনের অগোছালো রুপ;
তাতেই কি রাখবে আমায় তোমার মন-মন্দিরের কোন প্রান্তে?
জানি বলবে, এহ...! চুপ,একদম চুপ।
এখন না হয়তো,তখন হয়তো কেও খুজবে আমার না দেখা শত রুপের স্তূপ।
মা বলবে আমায় ছেঁড়ে গেলি,খোকা?
এ বাড়ি'র নামটা প্রকৌশলী তে পৌঁছে না দিয়েই,বোকা।
আমার ফুটফুটে ছোট মা আসবে হয়তো,
ননাইয়ের ছোট ভু'র পেটে।
মা এসে দেখবে যখন,আমি নেই;
বলবে, দাদু আমার অলস ছেলে, তোমরা কোথায় লুকালে?
ভাই-বাপ আহাজারি করবে শুধু,
তুই হতিস এ গাঁয়ের সেরা ছেলে।
বন্ধু,জানি আমি তোদের ক্ষোভ;
এ অধীন আর না এলে-
আড্ডা আর গাইতে তোদের অসুবিধে হবে খুব।
প্রানের বই আর কবিতার খাতা,তোরা রেহাই পাবি-
যখন করবোনা আর শুধু শুধু অকারন ঘষা,মাজা-মাজি।
মায়ার এ গনকযন্ত্র সাথে পাগলী আমার তুই,
সময় না দেই দেখে-
হয়তো হবি না তোরা ঝগড়া করে আর বেহুঁশ।
আমি ওপার থেকেই মা তোর কান্নার জল মুছে দিব,
জ্বর হলেই, পাগল প্রলাপে শুধু তোকে ভালোবাসি বলবো।
ক্ষুদে মা,তুমি খুজছো কোথায় আমায়?
এই যে আমি,তুমি আসবে বলে,
ছেঁড়ে গেলাম এ আবাসন।
চোখ বুজো মা, দেখো অন্ধকার!
আমি আছি তাদের সাথেই চিরক্ষণ।
বন্ধু, জানি আমি এতদিনে তোরা সব্বাই;
এমন বাংলা দিয়েছিস উপহার,
এখন মানুষ বলে,দেশ দেখি প্রযুক্তির বলেই চলে!
অকাল পাগলী তুইও এখন কোন খোকা-খুকির মা,
তাদের তুই আগলে রাখিস,
জেনে আমি তাদের হতে পারতাম জনকও বা।
অক্লান্ত গনক যন্ত্র,
তুমি হয়তো এতোদিনে বড্ড বিকল হয়ে গেছো।
আজকাল আর কেও তোমার গায়ে স্পর্শ করে না অতো।
সৃতির কাগজ তুমি খুব কষ্ট পাও প্রকৃতির রোদ,বৃষ্টি আর ঝড়ে,
কি করবো বলো?
আমি যে আজ না ফেরাদের দলে।
ভুলে যাই আজও,
গোমতী'র তটে ফেলে আসা যৌবনের বিচ্ছিন্ন মুহূর্ত।
আমার ঘরের জানালায় বৃষ্টি,আধার কিংবা আলো;
তোরা কেহই আজ না আসতে পেরে আমায় ঠিকি করছো গালমন্দ।
অবশেষে ভাই,মৃত্যু বলেছে আমায়;
তাদের বলো,তোমরাও আমায় করবে বরণ সবশেষে-
এপারের তরে লয়ে এসো কিছু অপার্থিব ভালো কর্ম যেচে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।