অপরিচিতা ( কথপোকথন)
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

-কেমন আছেন?
-ভালো, আপনি?
-ভোরের শিশির ভেজা ঘাসের মত ভালো আছি ৷
-তাহলে তো শুধু ভালো নয়, ভীষন রকম ভালো আছেন।
-হুম! বলতে পারেন ৷
-ভালো থাকলেই ভালো। কবিদের ভালো থাকতে হয়।
-কেন?
-আমার মনে হলো, তাই বললাম।
-ও তাই! তো এখনও জেগে আছেন যে?
-ঘুম আসছে না, বলতে পারেন নিশাচর হয়ে গেছি।
-হা হা হা ৷ আপনিও! আচ্ছা আপনি কি করেন?
-জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে জারনালিজমে পড়ছি। তবে এবছর আবার ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবো।
-তাই! আমিতো ভাবলাম জব করছেন!
-কেন?
-আসলে লেখা পড়ে অনেক পরিপক্ক মনে হয়েছিলো ৷
অবাক হলাম ৷ সত্যিই কি?
-পরিপক্ক কি না জানি না। ক্লাশ থ্রীতে যখন পড়ি, আম্মুর বকা খেয়ে প্রথম কবিতা লিখেছিলাম।
- তাই! আচ্ছা প্রিয় কবি কে?
-সুকান্ত, তবে নজরুলের কবিতা আমাকে ভীষনভাবে টানে। তাছারা নির্মলেন্দু গূনের কবিতাও বেশ ভাল লাগে।
- আর গান?
- ইন্দ্রানী সেন, মৌসুমী ভৌমিক। নতুনদের মধ্যে শায়ানের গান ভালো লাগে।
- আর প্রিয় রঙ?
- কালো, হলুদ, মাঝে মাঝে সবুজ খুব ভালো লাগে।
- আর ফুল?
- সাদা গোলাপ, মাধবী লতা, হাসনা হেনা।
- কথা কেমন বলা হয়?
- একটু গম্ভীর থাকি আমি। বন্ধুরা যখন খুব গল্পে মেতে থাকে, দেখা যায় আমি চুপ করে বসে আছি। তখন ওদের বকা খেতে হয় আমাকে।
- আর ভোজনে?
- বিশেষ কোন পছন্দের খাবার নেই। ফাস্টফুডের ধারের কাছেও যাই না। আম্মুর হাতের রান্নাটাই ভালো লাগে।
- আর প্রসাধনী?
-কপালে টিপ পড়া হয় না। চোঁখে কাজল
দিতে ভালবাসি।
-দুল, চুড়ি, মেক-আপ?
-দুল খুব কম পরি।
চুড়ি কবে পরেছি মনে পড়ছে না। আর মেক
আপ ব্যবহার করি না বললেই চলে।
- নুপূর?
-ডান পায়ে সবসময় একটা পায়েল পরি।
- স্বপ্ন?
-সেই সব সফলতার স্বপ্ন, যা আমার
বাবাকে ভীষন খুশি করবে। এর
বাইরে আমার একটা স্বপ্ন আছে, আমার
একটা একলা বাড়ান্দা আর আমার
কবিতা।
-ঘুমাবেন কখন?
ফজরের আযান যে দিয়ে দিলো ৷
-ভাবছি, ঘুমাতে হবে। সকাল
তো হয়ে গেলো।
-সারা রাত জাগলে আপনার চোখের
নিচে কালো দাগ পরে যাবে তো!
-এখনি ঘুমাবো। আপনিও ঘুমান, যেহেতু
আপনি রাতের
পাখি সকালে জেগে থাকবার দরকার
নেই।
-হুম! একটু লিখতে চাইলাম ৷ দেখি কি হয়!
আপনাকে নিয়ে ৷
-চোঁখের নিচে কালো দাগ
নিয়ে আমি ভয় পাই না।
ঠিক আছে আপনি লিখতে থাকেন,
আমি ঘুমাই।
-তাই বুঝি! আচ্ছা ভালো থাকা হয় যেন ৷
-হুম, খুব বেশি রুপ সচেতন নই।
আপনিও ভালো থাকবেন।
-সচেতন হওয়ার তো প্রয়োজনও নেই
মনে হয়! এমনিতেই তো.............
-এমনিতেই কিছুই না।
-কবিতায় পড়ে নিয়েন
এভাবে বললে ভাববেন বাড়িয়ে বলছি ৷
-ঠিক আছে।
-তাহলে স্বপ্নীল গভীরতায় ঘুমান এখন!
- আচ্ছা।
-শুভ রাত্রি বলতে হতো হয়তো তবে এখন
তো সকাল হয়ে এলো তাই শুভ সকাল ৷
-হুম সকাল হয়ে গেছে। এখনো আঁধার
না কেটে যাওয়া, সকালের
শুভেচ্ছা রইল আপনার জন্য। শুভ সকাল।
-শুভ্র হৃদয়ের জন্য শুভ কামনা রেখে আপতত
বিদায় নিচ্ছি ৷
-ঠিক আছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।