আরাধনা-তেইশ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

আশ্রয় চাহি ওগো দয়াময় শুধুই যে তোমার,
আশ্রয় চাহি যাবতীয় পেরেশানি ও চিন্তার।
মুক্ত করো যত অলসতা ও অক্ষমতা থেকে,
দিওনা প্রভু মৃত্যু আমায় মানুষের ঋণ রেখে।
কাপুরুষতা কৃপণতা থেকে দাও আমায় মুক্তি,
ক্রোধ-হিংসা-অহংকারে করোনা কভু সংযুক্তি।
হৃদয়ে দাও গো ঢেলে তোমার আজাবের ভয়,
আমল করার শক্তি দিও, সত্য করো সঞ্চয়।
প্রভু,কবর দেশে নেবে যখন,ক্ষমা করেই নিও,
তোমার দয়ায়, রহমতের জান্নাতে স্থান দিও।।

৩০/১০/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।