মহাপাপী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

নয়ন সমুখে অন্যায় কতো, নিশ্চুপ চেয়ে থাকি,
মৃত্যু ভয় আর মিথ্যে মায়া, কল্বে পুষে রাখি।
দেখছি সদা করছি তবু, না দেখারি ভান,
মিথ্যা বলি এড়িয়ে চলি, বাঁচায়ে পশু প্রাণ।
সাক্ষ্য দেই এ বাক্য দিয়ে, অস্পষ্ট আর ধাঁধা,
বাদী আমার হয় যে নানা, বিবাদী হয় দাদা।
সত্য কথা বলেনা যে, সেতো বোবা শয়তান,
দো-জাহানে ভোগ করিবে, লাঞ্ছনা অপমান।

০৪/১১/২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।