তুই যদি
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
তুই যদি মোর বধু হতিস
করতাম সোহাগ প্রাণ ভরে,
শতো বিপদ ভয়ের মাঝে
রাখতাম আগলে বুকের ঘরে।
ভালোবাসার মুকুট খানি
পরিয়ে দিতাম মাথার পরে।
তুই যদি মোর বধু হতিস
করতাম সোহাগ প্রাণ ভরে।।
তুই যদি মোর বধু হতিস
রচবো স্বর্গ মাটির ঘরে,
দুঃখ যত ধ্বংস করে
সুখ বিলাতাম সবার তরে।
কামনার কারুকাজে
রাঙ্গিয়ে দিতাম অন্তরে ।
তুই যদি মোর বধু হতিস
করতাম সোহাগ প্রাণ ভর।।
০৯/১১/২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।