একবার বুড়ি বলে ডাকো
- আশরাফুন নাহার

তুমুল তুফান যখন মাথার উপরে ছাদ নাড়িয়ে জানিয়ে দিল
"সময় তোমার প্রতিকূলে,"
অজস্র কালো হাত সর্পের মতো ফোঁস করে ছোবল মারবে বলে,
কিছু ছদ্মবেশী দুপেয়ে জন্তু রা তেমনি আশপাশটা রাখত ঘিরে,
যেমন ঘিরে রাখে রাতের কালো অন্ধকার রূপসী চাঁদকে,
তখন তুমি এলে গান হয়ে,আমায় সুরের রাজ্যের রানী করে,
গাইলে সারানিশি,আমার ঘর গড়ে দিলে ভালবাসার রঙিন ছোঁয়ায়,
অশুভ নির্মূলে তুমি বীর,তুমি ভালবাসা দিয়ে করেছ আমার পৃথিবী জয়।
চাঁদের কোলে গান গেয়ে ঘুম পাড়িয়ে যেতে প্রতি রাতে,
তারাদের পাহারাদার করেছ,
বুড়ি বলে কত ডেকেছ,
আমি বুড়ি হবনা তাই রাগ করে গাল ফুলিয়ে টমেটো,
তুমি আমার কানেরদুল নাচিয়ে অধর চুমে আলতো,
আদর করে বুড়ি ডেকে
তোমার হৃদয়ঘরে রেখে,
বাহির থেকে তালা দিলে,
আবার আমার আকাশ মেঘে দিল কে ঢেকে,
তোমায় খুঁজে যাই নীলে,
আবার এসো না প্রিয়,
ডাকো না বুড়ি বলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।