কেয়ামত শুধু বাংলাদেশে হয়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কেয়ামত শুধু বাংলাদেশে হয়
হয় না কোন দেশে
বাংলাদেশে জন্ম হয়ে
গেছি আমি ফেসে।

বাংলাদেশে মানুষের থেকে
ধর্মের দাম বেশি,
ধর্মান্ধের কান্ড দেখে
পায় শুধু হাসি।

হুজুগের গজবে বাড়ছে
মানুষের মনে উত্তাপ,
এই বুঝি কেয়ামত এসে
সব কিচ্ছু করে ছাপ।

স্রষ্টা কে বিশ্বাস করো
ধর্ম কে নয়,
স্রষ্টা আছে ঠিকই
কিন্তু, ধর্মটা ভয়।

ধর্মের যাঁতাকলে
মানুষের হচ্ছে ক্ষতি,
ধর্ম কি আদৌও
মনুষ্যত্বের বাড়িয়েছে জ্যোতি....?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।