দেবী হাওয়া
- ফাইয়াজ ইসলাম ফাহিম

দেবী হাওয়া তোমাকে খুব কাছে চাওয়া
জানি না তোমাকে যাবে কি কখনো পাওয়া?
দেবী হাওয়া তুমি আমার উত্তাল যৌবনের ঢেউ
তুমি ছাড়া এই যৌবন নদে নেই আর কেউ।

দেবী হাওয়া মন চায় তোমায় ছুঁই
ভালবেসে মিশে যাকে তোমার -আমার বক্ষ ভূঁই।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।