জ্বরে পুড়ছে আত্মা
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

নিস্তব্ধতায়
ডুবে অনুভূতিতে পরেছে ভাঁটা ,
গোলাপ
ছুঁতে চেয়ে আঙ্গুলে বিঁধেছে কাঁটা ৷

রাজত্বহীন রাজার মত
বিশ্বাসী রোদ,
অবেলায় লাল হয় আসক্তির স্রোত,
তবু ভেজেনা চুম্বকীয় ঠিকানা,
ভেঙ্গে যায় স্বপ্নডানা ৷

আজ পেগাসাসের ক্ষমতাও নিস্ফল,
কলঙ্কের মরুভূমি,
রিক্ত আর্তনাদ,
সবই হেমলক চায়,
কিন্তু পায় না ৷

ইট পাথরে বন্দী অভিমান,
সমাধি খোঁজে মৃত সম্মান ৷
পালিয়ে বেড়ায় তৃষ্ণার্ত মন ৷
একটু জল মিলবে কখন ?

অগোছালো আঙ্গিনা নিয়ে
ঠায় দাড়িয়ে আছে জীবনের
অট্টালিকা,
আত্মা পুড়ে যাচ্ছে,
নিশিদিন জ্বর বাড়ছে,
আর কতটা কাল রবে একা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।