ফল ও ফসল
- ইকবাল হোসেন বাল্মীকি - ধাতব নিদ্রায় কনাধারী ধুলির বাগান
হে আকাশ জনতা, পক্ষী, পুর্বপুরুষ
এক দিন অরণ্য কাদে করে
মহা সাগর দিয়ে ছিলে পাড়ী
গোলার্ধ অতিক্রম করে, ডানার ইঞ্জিনে
তাইতো পাখি ফলের ভুক্ষা
অজান্তে ফালায় দেখো ফলের বনানী
ব্রাজিলের বৃষ্টি বনে মোহনভোগ আম্র বীথি
জেনেছি,গিয়েছিল পাখির পায়ে পায়ে হেটে।
আমি তাই ঠোঁট রাখি হে পাখি
তোমাদের পৌরনিক কালের কানুনে
নিজের অজান্তে যদি রচে ফেলি
কবিতার নারীমুর্তি ফসলের ছবি।
সব কটি মহাদেশে চাউর হয় এ সন্দেশ
এক কবির আত্মায় কেঁদেছিল যুবতির মন মনোহর।
কবরের দরোজায় খিল খুলে,পরিয়ে দিয় ময়ূর মুকুট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।